Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন দশ গুণিজন
বিস্তারিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদান রাখায় গাইবান্ধার দশ গুণীজনকে ২০১৮-২০১৯ সালের শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে ‘ডেকে ছিলে বলে ভোরের পাখিরা’ শীর্ষক এক অনুষ্ঠানে শনিবার রাতে শিল্পকলা মিলনায়তনে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি গুণীজনদেরকে এই সম্মাননা প্রদান করেন।

জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক ও পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।

 

সাংবাদিক অমিতাভ দাশ হিমুন ও শিরিন আকতারের সঞ্চালনায় এই মনোজ্ঞ অনুষ্ঠানে গুণীজনদের জীবন বৃত্তান্ত পাঠ করেন সাংবাদিক আরিফুল ইসলাম বাবু ও রিক্তু প্রসাদ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা কালচারাল অফিসার মো. আলমগীর কবির।

২০১৮ সালে সংস্কৃতির ক্ষেত্রে সম্মাননা পেলেন নাট্যকলায় আব্দুর রাজ্জাক সোনা, সৃজনশীল সংস্কৃতি গবেষক আবু জাফর সাবু, সৃজনশীল সংগঠক জহুরুল কাইয়ুম, যন্ত্রশিল্পী আব্দুল হালিম চৌধুরী, আবৃত্তি দেবাশীষ দাশ দেবু। ২০১৯ সালে সম্মাননা পেলেন নৃত্যকলায় গোপাল প্রসাদ, চলচ্চিত্রে এম সাখাওয়াত হোসেন, কণ্ঠ সংগীতে জাফরিন আলম, নাট্যকলায় আলমগীর কবির বাদল ও সৃজনশীল সংগঠন হিসেবে গোবিন্দগঞ্জের চিন্তক থিয়েটার।

এছাড়া সম্মাননা প্রাপ্ত গুণীজনরা অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে দীর্ঘ সময় ধরে চলা অনুষ্ঠানটি প্রাণবন্ত এবং উপভোগ্য হয়ে ওঠে।

শিল্পকলা একাডেমি সম্মাননা প্রাপ্ত গুণীজনদের প্রত্যেককে শিল্পকলা পদক, সনদপত্র, উত্তরীয় ও ১০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। এছাড়া এ উপলক্ষে গুণীজনদের বায়োডাটা ও ছবি সম্বলিত একটি আকর্ষনীয় সুভ্যেনীড়ও প্রকাশ করা হয়।

প্রধান অতিথি হুইপ তার বক্তব্যে উল্লেখ করেন গাইবান্ধায় সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শিল্পকলা একাডেমি জেলা পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা প্রদান করে দশজন গুণী ব্যক্তির যথাযোগ্য মূল্যায়ন করেছেন।

তিনি উল্লেখ করেন, এসমস্ত গুণীজনদের সম্মানিত করে শুধু তারাই নয়, বরং নিজেরাই সম্মানিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে দেশ ও জাতির সাহিত্য সংস্কৃতির উন্নয়নে গুণীজনরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/02/2019
আর্কাইভ তারিখ
31/12/2020