Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০২০-এ অংশগ্রহণ
বিস্তারিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে ৬৪ জেলা শিল্পকলা একাডেমির অংশগ্রহণে ২১দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০২০ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র নন্দনমঞ্চে অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি ২২/০১/২০২০ তারিখ অংশগ্রহণ করে। গাইবান্ধা জেলার পরিবেশনায় প্রথমে জেলা প্রশাসন গাইবান্ধা নিবেদিত ৫ মিনিটের জেলা ব্র্যাডিং এর ভিডিও চিত্র প্রদর্শিত হয়। এরপর যন্ত্রসংগীতে আঞ্চলিক গানের সুর ও বাজনা পরিবেশন করে তবলা শিল্পী তুলসী সাহা, কিবোর্ডশিল্পী মিজানুর রহমান মিলন, গিটারিস্ট মো. আব্দুল্লাহ আল ফাহাত সৈকত, প্যাডে রাগিব হাসান সন্তু। দেশগান ও আঞ্চলিক গানে দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি’র নৃত্যশিল্পী মাহফুজা তাহসিন তমালিকা, অরিত্রি দে সরকার হিয়া, তাথই সাহা, আনিকা নুসরাত চন্দ্রিমা, সৃজনী বর্মন দিঘী মোঃ রতন মিয়া, শেখ রিয়াদ হাসান সোহান ও আরিফুজ্জামান আরিফ। সমবেত স্বরে দেশাত্মবোধক ও গাইবান্ধা জেলার ব্রান্ডিং সং পরিবেশন করে নিগার নাইম তমা, প্রজ্ঞা মন্ডল, শারমিন আক্তার শিলা, স্মৃতি রানী, জিয়াউর রহমান জিয়া আফছার আলী, পলাশ চন্দ্র মোদক ও স্বজন খন্দকার। উপজেলা পর্যায়ের শিল্পী নিগার নাইম তমা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত সংগীত পরিবেশন করে। জাতীয় পর্যায়ের তারকা শিল্পী ওয়াফি রহমান অনন্যা লোকসংগীতে নৃত্য পরিবেশন করেন। সাংস্কৃতিক পরিবেশনা পর গাইবান্ধা জেলা সম্পর্কে আলোচনা করেন জনাব নীলিমা আকতার বাণী, অতিরিক্ত সচিব, সড়ক, মহাসড়ক ও জনপদ বিভাগ। এসময় উপস্থিত ছিলেন প্রমতোষ সাহা, সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি, গাইবান্ধা, মোঃ আলমগীর কবির, জেলা কালচারাল অফিসার, গাইবান্ধা ও জাতীয় পর্যায়ের তারকা শিল্পী ওয়াফি রহমান অনন্যা।