পহেলা ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ জেলা শিল্পকলা একাডেমি গাইবান্ধা আয়োজন করে ‘নব বসন্তে, নব আনন্দে’ বসন্ত উৎসব। ১৩ ফেব্রæয়ারি ২০১৯ সন্ধ্যা ৭.৩০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বসন্ত উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমি, গাইবান্ধা মো: আবদুল মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রমতোষ সাহা, সাধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমি, গাইবান্ধা, উপস্থিত ছিলেন মোঃ আলমগীর কবির জেলা কালচারাল অফিসার এবং জেলা শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলার অন্যতম বাচিকশিল্পী অমিতাভ দাশ হিমুন ও শিরিন আকতার। ফুলে ফুলে রঙিন সুসজ্জিত মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় সমবেত স্বরে বসন্তের গান পরিবেশন করেন শিল্পী সোমা সেন, ইয়াসমিন, তাসনিয়া বিনতে ফেরদৌস ও পত্রলেখা দাশ তুনতুন প্রমুখ। বসন্ত উৎসবে নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পী’রা। মনোজ্ঞ এই সাংস্কৃতিক পর্বটি পরিচালনা করেন শাহ মশিউর রহমান, সহ-সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, গাইবান্ধা। বসন্ত উৎসব অনুষ্ঠানের আহবায়কের দায়িত্ব পালন করেন শিরিন আকতার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস