Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ ২০১৮ ও ২০১৯ প্রদান
বিস্তারিত

‘জেলা শিল্পকলা একাডেমি গাইবান্ধার বর্ণাঢ্য আয়োজনে ২৩/০২/২০১৯ তারিখ সন্ধ্যে ৭টায় ১০(দশ) গুণীজনকে  জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জানানো হয়। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি সম্মাননাপ্রাপ্ত গুণীদের হাতে শিল্পকলা পদক, সনদ, উত্তরীয় ও ১০ হাজার টাকার চেক তুলে দেন।
‘ডেকেছিলে বলে ভোরের পাখিরা’ শীর্ষক এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক ও পৌরসভার মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা ও প্রসঙ্গ কথা বলেন জেলা কালচারাল অফিসার মো. আলমগীর কবির।
সাংবাদিক ও একাডেমির নির্বাহী সদস্য অমিতাভ দাশ হিমুন ও শিরিন আকতারের সঞ্চালনায় শুরুটা ছিল মন কাড়া। তাদের বক্তব্যে উঠে আসে বায়ান্ন থেকে একাত্তরের উত্তাল দিনলিপি। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাখো শহীদ ও লাল সবুজের পতাকাকে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীরা পরিবেশন করে জাতীয় সঙ্গীত। তাদের সহযোগিতা করেন খাজা সুজন ও মাহমুদ সাগর মহব্বত।